মানিকগঞ্জ থেকে, সজল আলী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মাদার অফ এডুকেশন দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার একমাত্র মাদকবিরোধী ও শিশু শিক্ষা সংগঠন আলোর পথের উদ্যোগে শনিবার বিকালে নালী ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাথিন আহাম্মেদ সুজন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান ও নালী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ শেষে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান বলেন,দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমি কথা দিচ্ছি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সর্বদা প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে”। এছাড়াও তিনি আরও বলেন, আলোর পথ আমার জানামতে সব সময় ভালো কাজের সাথে থাকেন। সেজন্য আমি কথা দিচ্ছি ,আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আলোর পথ পাবেন।প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হলেও বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।