ঝিনাইদহ সংবাদদাতাঃবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা মহিলা দল। এতে ব্যানার ফেস্টুন নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, সদস্য আসিফ ইকবাল মাখন, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসুন্নাহার, সদস্য আনোয়ারা খাতুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, লাইলী বেগম, ফরিদা বেগম, পলি খাতুন, শাহিদা ইসলাম শিরিন, রিনা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবি করেন।
Tags খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঝিনাইদহে মহিলা দলের মানববন্ধন
Check Also
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. …