শ্রীনগর(মু্ন্সীগঞ্জ) সংবাদদাতা ॥ মুন্সীগঞ্জ শ্রনিগর উপজেলার রাড়িখাল স্যার জে.সি.বোস ইনস্টিটিউশনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টাম্বার বুধবার নির্বাচনে কামরুজ্জমান খান প্রধম ৪৮৩ ভোট, মোঃ বিলাস খান দ্বিতীয় ৩৮৪ ভোট , মোঃ ইউসুব খান তৃতীয় ৩৩৮ ভোট পেয়ে, নির্বাচিত হয়েছেন।
Tags রাড়িখাল স্যার জে.সি.বোস ইনস্টিটিউশনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
Check Also
নেত্রকোনা জেলার আটপাড়ায় সুখারী ইউনিয়নের তারাচাপুর গ্রামে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের তাঁরাচাপুর গ্রামে বুধবার দুপুরে গর্তের পানিতে …