মোঃমোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি খাগড়াছড়ি: বুধবার(২১ আগস্ট) রামগড় পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।কাউন্সিল অধিবেশনে উপস্থিত সদস্যদের প্রকাশ্য ভোটাভুটির মাধ্যমে পৌর কমিটির সভাপতি পদে মোঃরফিকুল আলম কামাল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদের নির্বাচিত হয়।রামগড় বিভিন্ন
পৌর ওয়ার্ডের ভোটারগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রাথীদের বিজয়ী করেন। বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল শেষে বিজয়ী সভাপতি রফিকুল আলম কামাল সবসময় দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করেন।
অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, অতীতে নেতাকর্মীদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো: রফিকুল আলম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোস্তফা হোসেন, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেযারম্যান কাজী নুরুল আলম(আলমগীর), সাবেক সহ সভাপতি ফযেজ আহম্মদ মিলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমীর হোসেন বিএসসি, নুরুল আলম জিকু, আব্দুল আলীম দুলাল, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউছার হাবিব শোভন, সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ছোটন, পৌর ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়ন প্রমুখ।