সজল আলী :১৮ আগষ্ট রাত ১১টায় মাকসুদা আক্তার সাথী নামের ১৪ বছরের শিশুকে আটক রাখার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান ঘিওর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রনি মিয়ার সাথে মাকসুদা আক্তার সাথীর বৈবাহিক সম্পর্ক আছে কিনা তা এলাকাবাসী জানেন না এবং সাথী দুই মাস ধরে এই বাড়িটিতে আছেন। সাথী এবং রনি গত ১২ই জুন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মসজিদের পশ্চিম পার্শ্ববর্তী শেওতা এলাকার সুলেখার বাড়ির ভাড়াটিয়া অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম কাজীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বীকারোক্তি জানায় তারা। কিন্তু তারা কোন কাগজপত্র দাখিল করতে পারেনি। বাল্যবিবাহ করায় ছেলেকে এবং অভিভাবক হিসেবে বাল্যবিবাহ সম্পন্ন করায় ছেলের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭(১) এবং ৮ ধারায় প্রত্যেককে ছয় মাসের জেল দেয়া হয়। মেয়েটিকে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় তার দুলাভাইয়ের জিম্মায় দেয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বাল্যবিবাহকে প্রতিরোধ করতে এবং আইন মেনে প্রশাসনকে সহযোগিতা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Tags মানিকগঞ্জে ছেলে ও ছেলের মাকে ছয় মাসের জেল
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …