ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির আয়োজনে সীমান্ত অপরাধ, মাদক চোরাচালান প্রতিরোধ, মাদক সেবনের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতামূলক সভা এবং চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ধামুইরহাট থানা ও নওগাঁ জেলার অন্তর্গত জগদিসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে পত্নীতলা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, স্কুলের শিক্ষকগণ, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনসচেতনতামূলক সভা শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।
