মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল লৌহজং উপজেলা শাখা ৫ আগস্ট সোমবার উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স সংলগ্ন, ঠিকানায় উদ্বোধন করা হয়। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আমির হোসেন তালুকদার।
ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ব্যবস্থ্যাপনা পরিচলক মোঃ দেলোর হোসেন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। পরিচালনা করেন ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে পরিচালক রবিন মিয়া।