ঝিনাইদহ সংবাদদাতাঃঝিনাইদহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনে নিজেই মাঠে নেমেছেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকেই ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিজেই মাঠে নেমে পড়েন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের ড্রেন, নর্দমায় মশার ওষুধ স্প্রে করেন এবং কর্মচারীদের সাথে বিভিন্ন পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানান, তিনি বলেন মশক নিধন এবং ডেঙ্গু মশা নিধনে ঝিনাইদহ পৌরসভার মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, তিনি পৌরবাসীকে আহ্বান করেন, কোন ভাবেই ছাদের টবে যেন মশা না জন্মাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে।
Tags ঝিনাইদহ মেয়র নিজেই এবার মশা নিধনে শহরের পাড়া-মহল্লায়
Check Also
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে …