ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগে পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত ভুক্তভোগী মতিয়ার রহমান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নজিপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের হরিরামপুর এলাকার সরকারি কবরস্থান পশ্চিম পাড়ার (বাইপাস সড়কের উত্তর) স্থায়ী বাসিন্দা ও মৃত কলিম উদ্দীন ম-লের পুত্র। গত ৬/৭ বৎসর পূর্বে হরিরামপুর মৌজার পূর্ব সীমানায় পৌরসভার প্লান পাশের মাধ্যমে একটি বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকায় তাঁহার বাসাটি ভাড়া দেওয়া রয়েছে। সম্প্রতি ভাড়াটিয়ার মাধ্যমে তিনি জানতে পারেন যে, বাড়ির পাশের মোহম্মদ আলী সরদারের পুত্র জমির মালিক হেলাল সরদার বাড়ি সংলগ্ন রাস্তার দিকে তাঁহার জমির কোন জায়গা না রেখে সম্পূর্ণ কেটে ফেলে রাস্তা বাঁধাইয়ের ড্রাম, বাঁশ নিজ বাড়িতে নিয়ে যায়। এমতাবস্থায় তিনি (পাশের জমির মালিক) কোন জায়গা না ছেড়ে সমস্ত কেটে ফেলায় ভুক্তভোগী ওই পরিবার বাড়ি থেকে বের হয়ে চলাচলের দারুণ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হেলাল সরদার উপরোক্ত অভিযোগটি অস্বীকার করে বলেন, অন্যের চলাচলের রাস্তা কেন আমি কাটতে যাব? আমি আমার জায়গাতেই রয়েছি।
নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
Tags নওগাঁর নজিপুর পৌর এলাকার রাস্তা কেটে ফেলার অভিযোগ!
Check Also
খাগড়াছড়িতে জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন পালন
নূর মোহাম্মদ হৃদয়, জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়িতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর …