ফেনী জেলা প্রতিনিধি : ফেনী শহরের মড়েল স্কুলের পাশে ট্রাংক রোডের সেভরন ক্লিনিকে অলিখিত প্যাথলজি প্যাড়ে রাখা হয়েছে প্যাথলজিষ্ট এর অগ্রীম স্বাক্ষর। এসব প্যাডেই রোগীদের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে। মঙ্গলবার পরিদর্শনকালে এ চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন পৌরসভার পরিদর্শন টিম। টিম প্রধান ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী সাংবাদিকদের কে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার স্বাস্থ্য সেবা টিম হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনে বের হই। পরিদর্শনকালে সেভরনে ক্লিনিকের প্যাথলজি কক্ষে গিয়ে সাদা প্যাডে ডাক্তারের স্বাক্ষর আগাম রাখা হয়েছে। তবে ডাক্তারকে পাওয়া যায়নি। এছাড়া ক্লিনিকের অভ্যর্থনা কক্ষে টাঙানো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের মূল্য তালিকার চেয়ে স্বাস্থ্য সেবার জন্য বাড়তি টাকা আদায় করা হয়। একইভাবে ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষার জন্য অধিক টাকা আদায় করা হয়। এজন্য কর্তৃপক্ষকে পৌরসভার পক্ষ থেকে সতর্ক করা হয়।