তাজুল ইসলাম রাকীব, লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ রাজাবাবু একটি ষাঁড়ের নাম। এটি দেখতে লৌহজংরে মশদগাও নুরুল হক (শাহিন) মিয়ার বাড়িতে ভির করছে উপজেলার বিভিন্ন এলাকার লোক। রাজা বাবুর বয়স এখন পাঁচ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট বুকের বের ১০৫ ইঞ্চি ও লেজ থকে মাথা পর্যন্ত প্রায় ৮ ফুট। ওজন ৩৭ মন ৬ কেজি যা কেজিতে দারায় ১৪৮৬ কেজি । লোকে দেখে অবাক হয়ে জানতে চায় কি খাইয়ে ষাঁড়টিকে এত বড় করলেন নুর ইসলাম মিয়া। নুর ইসলাম মিয়া বাড়ি লৌহজং থানার কনকসার ইউনিয়নের মশদগাও গ্রামে। তিনি বলেন ভেজাল কিছু খওয়াই না। ভুট্টার গুরা, মুসুরী ডাল, ছোলা ভুসি, মইসনা খইল, তিসির খৈল ও ঘাস দেই প্রতিদিন। নুরইসলাম মিয়া দক্ষিন কোরিয়া থেকে বাংলাদেশে এসে ১৯ টি গরু নিয়ে ২০১৮ সালের আগস্ট মাসে গরুর খামার দেন। জানালেন প্রথম গরু হিসেবেই তিনি রাজাবাবু-২০১৯ কে কেনেন তখন ষাড়টির বয়স ছিল চার বছর। এবার কোরবানির হাটে তিনি ১৬ লাখ টাকায় বিক্র করার টার্গেট নিয়েছেন। #
Tags লৌহজংয়ে একটি ষাড়ের দাম হাকা হয়েছে ১৬ লাখ টাকা
Check Also
নাগরপুরে দুই অবৈধ বাহন দুর্ঘটনায় নিহত ১
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পরশ আলী (৫৫) নামে এক ব্যাক্তি …