মুন্সীগঞ্জ শ্রীনগরে র্যাবের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানান- গত ২১ জুলাই বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে সংগীয় ফোর্স সঙ্গে নিয়ে উপজেলার কাঠাল বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীনগর থানার মামলা নং- ২৪(৪)১৩ইং, শ্রীনগর থানার ওয়ারেন্ট প্রসেস নং-৩২৬/১৬ তারিখঃ ২০/০৬/২০১৬, শ্রীনগর থানার ওয়ারেন্ট রিসিভ নং- ২৯০/১৮,২৭১/১৯, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯(১) এর ১(ক) এর ওয়ারেন্টভুক্ত আসামী জব্বার শেখ (৩৫)কে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
