কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মেঘাই নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ রিংবাঁধ ধসে গেছে। এতে করে মেঘাই, নতুন মেঘাই, পাইকরতলী ও আটাপাড়া নামের চারটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। বুক সমান পানিতে তলিয়ে গেছে মেঘাই দাখিল মাদ্রাসা. মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কওমি মাদ্রাসা। তলিয়ে গেছে কাজিপুর থানায় ঢোকার রাস্তা। মঙ্গলবার উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের বাড়ির পাশের রিংবাঁধে হঠাৎ করেই ধস নামে। এতে করে কাজিপুর থানায় যাবার পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান ‘রাত দশটায় হঠাৎ করেই ওই বাঁধে ধস নামে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। ওই বাঁধের পরেও আরেকটি বাঁধ রয়েছে। পানি লেভেল হলে ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলা হবে। #
Tags কাজিপুরে বন্যা নিয়ন্ত্রণ রিংবাঁধে ধসঃ আতঙ্কে এলাকাবাসি
Check Also
আসন্ন রাড়িখাল ইউপি নিবার্চনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বারী খান (বারেক)
মোহাম্মদ জাকির লস্কর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন …