ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি আয়োজিত উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড ধামইর রোডে অবস্থিত মুগ্ধ স্কয়ার ভবনের মুগ্ধ কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বয় কর্মি সভায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা বিএনপির আহবায়ক মাস্টার হাফিজুর রহমান (হাফিজ)।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ নাসির উদ্দিন আহম্মেদ ও এ্যাড. এ.জেড.এম. রফিকুল আলম রফিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামসুজ্জোহা খাঁন (জোহা), খাজা নাজিবুল্লাহ চৌধুরী প্রমুখ।
এসময় নওগাঁ জেলা বিএনপি ও পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়ন এবং নজিপুর পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
Tags পত্নীতলায় বিএনপির সমন্বয় কর্মিসভা ও কমিটি বিলুপ্ত ঘোষণা
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …