ঝিনাইদহে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ সংবাদদাতাঃ গ্যাসের মূল্যবৃদ্ধি, ভারতে মুসলিম হত্যা ও দেশের খুন-ধর্ষনসহ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আজ বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, সহ-সভাপতি ডা: এ এইচ এম মোমতাজুল করীম, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহা: রাসেল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা, গ্যাসের দাম কমানো, ধর্ষনের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ ও ভারতে মুসলিম হত্যা বন্ধের জন্য ভারত সরকারকে চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
Home / উপ-সম্পাদকীয় / গ্যাসের মূল্যবৃদ্ধি, ভারতে মুসলিম হত্যা ও দেশের খুন-ধর্ষনসহ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে
Tags গ্যাসের মূল্যবৃদ্ধি ভারতে মুসলিম হত্যা ও দেশের খুন-ধর্ষনসহ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে
Check Also
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে …