তাজুল ইসলাম রাকীব, লৌহজং প্রতিনিধি :মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাংবাদিকদের সাথে লৌহজং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসাইন মতবিনিময় করেছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টায় ওসির নিজ অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত (লৌহজং)মোঃ জাহাঙ্গীর হোসেন খান, এস আই হাফিজুর রহমান, এস আই মোঃ রাসেল, সাংবাদিক মোঃ আবু নাসের খান লিমন (দৈনিক সময়ের আলো),মোঃ রুবেল ইসলাম তাহমিদ (সময় টিভি ও দৈনিক আমাদের সময়) মোঃ ফৌজি হাসান খান রিকু (দৈনিক দেশকাল ও রুপবাণী ), মোঃ তাজুল ইসলাম রাকীব (দৈনিক সভ্যতার আলো ও দি বাংলা টাইমস ) । মতবিনিময় সভায় ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, “লৌহজং থানা এলাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধসহ সকল অপরাধ নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়াও দায়িত্ব পালনকালে তিনি সকল সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন।