টঙ্গিবাড়ী সংবাদদাতা: উপজেলার হাসাইল- বানারী ইউনিয়নে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনে প্রায় নয় হাজার ভোটারের স্মার্ট কার্ড প্রদান করা। আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসাইল-বানারী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হাওলাদার এর অবহেলা ও অব্যবস্থাপনার কারনে প্রায় নয় হাজার ভোটারকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভোটারটা জানান, রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিন স্মার্ট কার্ডের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। মাথায় উপরে ছাউনী ও বাশ দিয়ে বেড়া দিলে সুষ্ঠভাবে আমরা কার্ড নিতে পারতাম। প্রচুন্ড রোদের তাপ ও ভীড়ের চাপে তিনদিনে প্রায় ত্রিশ জন ভোটার অজ্ঞান হয়ে যান। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা বদরুজ্জামান ভূইয়া জানান, বাশের বেড়া ও উপরে ছাউনি দেওয়ার জন্য চেয়ারম্যান আনোয়ার হাওলাদরকে চিঠি দিয়েছিলাম । কিন্তু তিনি কেন ব্যবস্থা গ্রহণ করেননি তা আমার জানা নেই। হাসাইল-বানারী ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য কুদ্দুস মুন্সী ও ৭ নং ওয়ার্ডের সদস্য আলী আকবর ঢালী জানান, নির্বাচন অফিস থেকে চিঠি দিয়েছে কিনা জানিনা, চেয়ারম্যান এই ব্যাপারে আমাদের অবিহিত করিনি । ৭ নং ওয়ার্ডের বৃদ্ধ ভোটার চাঁন মিয়া বেপারী জানান, ভোটের সময় ভাই ভাই ভোট গেলে ( লেখা অযোগ্য) । ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি বাশের বেড়া ও ছাউনি দিতে তিন চার হাজার টাকাই না হয় লাগলো। কিন্তু তা না দিয়া চেয়ারম্যান হাজার হাজার মানুষকে ভোগাইলো। প্রচুন্ড রোদের তাপে আজ বুধবার প্রায় আট জন ও গত দুই দিনে প্রায় দশ বারো জন ভোটার অজ্ঞান হয়ে যান। পরে তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চেয়ারম্যান আনোয়ার হালদারের এমন অবহেলা ও অব্যবস্থাপনার কারনে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে জানতে চেয়ে চেয়ারম্যান আনোয়ার হালদারকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কথা না বলে তিনি ফোন কেটে দেন।
