সামসুদ্দিন তুহিন, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ- টংগিবাড়ীতে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের মতবিনিময় সভা,গত ২৩রা জুন ২০১৯ইং মুন্সীগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর টংগিবাড়ীতে এটা তার প্রথম আগমন। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু, অফিসার ইনচার্জ টংগিবাড়ী শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম, সহকারি কমিশনার ভুমি উছেন মে, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি মোঃ নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ নাসিমা আক্তার, জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, সোনারং টংগিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঝি মোঃ বেলায়েত হোসেন লিটনসহ উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এসময় সকলে নব যোগদানকৃত জেলা প্রশাসক এর নিকট যার যার স্থান থেকে উপজেলার পরিচিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভা শেষে তিনি টংগিবাড়ী থানা সোনারং টংগিবাড়ী ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
Tags টংগিবাড়ীতে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের মতবিনিময় সভা!
Check Also
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. …