তাজুল ইসলাম রাকীব। লৌহজং প্রতিনিধি।লৌহজংয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনাতয়নে গতকাল শনিবার ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে এসডিজি বাস্তবায়ন সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম ও সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, চিকিৎসক প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও আলেম সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Tags লৌহজংয়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত।
Check Also
মাগুরা রূপাটি গ্রামে মৃত গৃহবধূর সালমার লাশ রেখে-পালিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা
মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় সালমা নামে এক গৃহবধুকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ …