মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলাধীন ভাগ্যকুল মান্দ্রা বুড়ির দোকান সাকিনস্থ মোঃ শিপন হাওলাদার (৩২), পিতাঃ মৃত গিয়াস উদ্দিন হাওলাদার এর পশ্চিম মুখী দুচালা টিনের বসত ঘরের সামনের উঠানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রিয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আনুমান রাত ৯.১০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করেন। গত ২৫/০৬/২০১৯ তারিখে রাত ৮ .১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ইয়াবা ট্যাবলেট ৫২ পিস, মাদক বিক্রির নগদ ৫,৫৬০/- টাকা, মোবাইল সেট ০১টি, মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Tags মুন্সিগঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১
Check Also
একুশের প্রথম প্রহরে মহম্মদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভীড়
মোঃ তরিকুল ইসলাম, মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি: আজ ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২ঃ০১ মিনিটে, মহম্মদপুর উপজেলা পরিষদের …