শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে এক বিধবা নারীর ঘর ভাঙ্গার অভিযোগ উঠেছে। গত ১৫ জুন ২০১৯ তারিখ দুপুর ০১.০০ ঘটিকার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বিধবা শিউলি বেগম অভিযোগ করেন বলেন, গত ৪০ পূর্বে তিনি তার পিত্রালয়ে বসতঘরসহ রান্না ঘর উত্তোলন করে বসবাস করে আসছিল।
পূর্ব শত্রুতার জেরধরে একই বাড়ীর তাহার প্রতিবেশী মোহন শেখ ও এলিন শেখ তাদের আরো লোকজন নিয়া বিধবা শিউলী বেগম দুপুরের রান্না করা অবস্থায় তাহার মাথার উপর থেকে জোর পূর্বক রান্না ঘরটি ভেঙ্গে ফেলে। তিনি ভাঙ্গতে নিষেধ করে তাকে মেরে ফেলার হুমকি দেয়।