সজল আলী মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:মানিকগঞ্জের ঘিওরে জেলা তথ্য অফিসের আয়োজিত বাল্য বিবাহ বন্ধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা মানবসম্পদ উন্নয়ন সংস্থার সহযোগিতায় পৃথক পৃথকভাবে উপজেলার বিভিন্ন দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলের মা-বোনদের মাঝে এ মহিলা সমাবেশ করা হয়। প্রথমে সোমবার বিকাল ৪টায় বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে বিকাল ৬টায় নালী ইউনিয়নের গাংডুবি রাজবংশীপাড়ায় ঠাকুর রাজবংশীর বাড়িতে পৃথক পৃথক মহিলা সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ঘিওর উপজেলা মানবসম্পদ উন্নয়ন সংস্থার সভাপতি এ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এ সময় বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, বানিয়াজুরী ইউপি ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বার রেবেকা আলম, ঘিওর উপজেলা মানব সম্পদ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও বানিয়াজুরী ইউনিয়নের মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। নালী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, নালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তপন কর, নালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আফছার মিয়া, ঠাকুর দাস রাজবংশী প্রমুখ। এছাড়া শিক্ষক, ছাত্রছাত্রী এবং সকল বয়সের নারীরা সমাবেশে অংশগ্রহন করে। এ সময় গ্রামের পুরুষ ব্যক্তি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গও অংশগ্রহন করে।জেলা তথ্য অফিসের আয়োজিত মহিলা সমাবেশের এ পৃথক পৃথক আলোচনা সভায় গ্রামের সকল বয়সের নারীদের বাল্য বিবাহের কুফল সচেতনতা বৃদ্ধি করাসহ মাদক বিরোধী সংগ্রাম গড়ে তুলতে উৎসাহীত করেন বক্তারা।
Tags মানিকগঞ্জে বাল্য বিবাহ ও মাদক বিরোধী মহিলা সমাবেশ
Check Also
ফুলবাড়ীতে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃফারুক হোসেন, কুড়িগ্রাম ঃ পৃথক অভিযান চালিয়ে ফুলবাড়ী সীমান্তে ৩শ ৭৪ বোতল ফেন্সিডিল ও …