টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কাজী পাড়া গ্রামে শান্তা নামের এক কিশোরী গত ৪ দিন যাবৎ নিখোঁজ হয়েছে। শান্তা উপজেলার কে নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। কিশোরীর পরিবার সূত্রে জানা যায় গত ১৪/৬/২০১৯ শুক্রবার সকাল১১ টায় শান্তা আত্মীয় বাড়ি গমনের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পরে আত্মীয় বাড়ি সহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও অদ্যাবধি পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি । শান্তার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে,লম্বা অনুমান ৫ ফুট ৩ ইঞ্চি, পড়নে ছিল হলুদ রঙের থ্রি পিস। এ ব্যাপারে শান্তার বাবা শামীম গত ১৫/৬/২০১৯ শনিবার ঘাটাইল থানায় একটি সাধারন ডায়েরি( জিডি) করেছেন।
কোন সচেতন ব্যাক্তি যদি কিশোরীর সন্ধান পান তাহলে নিকটস্থ থানা কিংবা ০১৭৮৬৩১৭৯৩৫, ০১৮১৮৩৫১৮৮৭, ০১৭৪৮৭০৩৩৫৩
নাম্বারে ফোন করলে কৃতজ্ঞ থাকবো।