সজল আলী মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে শনিবার (১৫ জুন) সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবালয় উপজেলার তেওতা, জাফরগঞ্জ, গাবতলী, ঘোষ বাড়ির খাল, দুঘুলিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নদীর তলদেশ হতে বালি উত্তোলন এবং নদী ভাঙা প্রবণ এলাকায় ড্রেজিং করে বালি উত্তোলনের দায়ে ১২ টি ড্রেজার এবং প্রায় ৩০০০ ফিট পাইপ ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন।
একটি সংজ্ঞবদ্ধ চক্র বহুদিন ধরে এই বে-আইনী কাজের সাথে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী স্থানীয় পর্যায়ে খোঁজ খবর নিয়ে যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত দের তালিকা তৈরি করা হয়েছে।সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলমান স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য বক্তিদের সমন্বয়ে একটি প্রতিরোধ কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে বলে জানা গেছে তারা কোন ড্রেজিং এর প্রস্তুতি দেখামাত্রই উপজেলা প্রশাসনকে অবহিত করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। যমুনা নদীর তীরবর্তী এলাকায় কোন প্রকার ড্রেজিং চলতে দেয়া হবে না ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে আমাদের ভ্রাম্যমান প্রতিনিধিকে জানিয়েছেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার ভুমি।