“হে নবী! আপনি বলে দিন যে, তোমাদের পিতাপুত্র, ভাই,স্ত্রী ও আত্মীয় -স্বজন তোমাদের সঞ্চিত, সম্পদ ও বাণিজ্য -যাতে অচলাবস্থা দেখা দেয়ার আশঙ্কা কর এবং তোমাদের প্রাণপ্রিয় ঘরবাড়ি এসব যদি আল্লাহ, রাসূল ও তার পথে জিহাদ করার চাইতে তোমাদের নিকট অধিক প্রিয় হয়ে থাকে, তাহলে অপেক্ষা কর।
আল্লাহ স্বীয় কাজ সমাধান করবেন।আল্লাহ জালিমদের কখনো সুপথে চালিত করেন না।”
Check Also
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি হক
ইসলামিক রিপোর্টারঃ মোঃ ফায়সাল আহমেদ ঢালী: এক মুসলিম অন্য মুসলিমের প্রতি ৬টি হক রয়েছে। আর …