শাবলু শাহাবউদ্দিন
গগন জুড়িয়া জলরশ্মি উড়িয়া বেড়ায়
কাল মেঘ দূর দেশে ঘুরিয়া বেড়ায়
হালকা মারুতে বৃষ্টি কাহাকে ধরিয়া বেড়ায়
বর্ষা যাপনে কৃষক কাঁপনে, দুয়ারে দাঁড়ায় ।
ঘরের বধু চুলাই কদু খিচুড়ি পাকায়
দিনের আলো অনেকটা কালো
পাকা রোড ভালো,
কাদা রোডে বালু বস্তা বস্তা ঢালো।
বর্ষার যাপনে নব বধু স্বামীর বাহু বন্ধে
বেহেস্তের সুখ আর শান্তি তাদের কুন্দনে।
দুঃখি গরিবের কষ্টের জরিপে
বাঙ্গাল হরিকে, দেখবে আর কে !
সবুজ পাতা গাছ আর খাতা
চারি দিকে নিস্তব্ধ পাখির ডাকা
ব্যাঙের হাবভাবে দুনিয়া রাখা
এই বর্ষা যাপনে খিচুড়ি মাখা ।
ফুল আর ফলে কচু পাতা তলে
জল আর জলে মাছদের মলে
দুষ্ট পোলারা জাল আর কলে
মাছ ধরার ছলে
বর্ষা যাপনে কত কৌশল চলে ।
কবির পরিচিতি :
শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী
তৃতীয় বর্ষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজাপুর পাবনা ।