গাজী মাহমুদ পারভেজ:- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের আবুল হোসেন বাবুর্চীর মেয়ে দুই সন্তানের জননী রহিমা বেগম(৪৪) গত সোমবার রাতে বিষ জাতীয় পদার্থ পানে আত্নহত্যা করার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রহিমা বেগম একই গ্রামের প্রয়াত সুনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তার মিয়ার সাবেক স্ত্রী। সুমন মিয়াকে বিয়ে করে রহিমা ভাড়া বাড়িতে বসবাস করছিল । কি কারণে রহিমা বিষপাণে আত্নহত্যার পথ বেছে নিয়েছেন তা জানা না গেলেও তারঁ পরিবারের সদস্যরা গজারিয়া থানা পুলিশের কাছে হার্ট অ্যাটাকে রহিমার মৃত্যু হয়েছে মর্মে লিখিত মুচলেকা দিয়ে ওই রাতেই তরিগরি করে মৃহদেহ কবর দিয়েছেন। গজারিয়া থানার এসআই মো: ওয়ালীয়ূর রহমান জানান, রহিমার বাবার পরিবারের সদস্যরা পুলিশকে হার্ট অ্যাটের কথা জানিয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন তিনি সরজমিন গিয়েও আত্নহত্যার কোন আলামত পাইনি। আনারপুরা গ্রামের বাসিন্দা ভবেরচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো: সিরাজুল ইসলাম জানান, রহিমা আত্নহত্যা করেছে তিনি এমন খবরই শুনেছেন। এমনকি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রহিমাকে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আননুন পয়জনিংয়ে আক্রান্ত লিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করনে স্বারক নং ৮৩৪/২ সকাল ৯.২০ ঘটিকা।