দি বাংলা টাইমস ডেস্ক: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের বৃদ্ধাকে রক্তাক্ত জখম, মামলার আসামী জামিনে এসে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়- পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আলম শেখ, পাবেল শেখ, রুবেল শেখ, পায়েল শেখ ও মিসেস আলম গত ইংরেজি ১৪মে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী গ্রামের দক্ষিণ হাটি ধানের খোলায় ষাট উদ্ধ বৃদ্ধা আঃ হালিমকে দেশিও অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। ওই ঘটনা পরিপ্রেক্ষিতে আঃ হালিমের ছেলে ছায়েদুল বাদী হয়ে শ্রীনগর থানায় ১৫/০৫/১৯ ইং তারিখে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারা মতে ১৫/১২৬ মামলা দায়ের করেন। অনুসন্ধানে জানা যায়- অভিযুক্তরা এলাকায় উচ্ছশৃঙ্খল আচরণ করে বেড়ায়, কারণে-অকারণে ঝগড়া বিবাদ করে মানুষের সাথে মারা-মারিসহ সমাজে অশান্তি সৃষ্টি করে। অন্য দিকে পাবেলের বিরুদ্ধে রয়েছে মরণ নেশা ইয়াবা ব্যবসার অভিযোগ। প্রশাসন এ ব্যপারে পদক্ষেপ নিতে চাইলেও স্হানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় তার মাদক বানিজ্য চলে বলে এলাকার অনেকে অভিযোগ করেন। ঘটনার দিন আঃ হালিমকে পূর্ব শত্রুতার জের ধরে বে-আইনি জনতাবদ্ধে অনধিকারে ধানের খোলায় প্রবেশ পথে অশ্লীল ভাষায় গালা-গালি করলে প্রতিবাদে হালিম বাধা-নিষেধ করলে পায়েল শেখসহ বাকী বিবাদীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা ও বেদনাদায়ক রক্তাক্ত জখম করে। পায়েল শেখ বৃদ্ধা আঃ হালিমকে হত্যার উদ্দেশ্যে দেশিও অস্ত্র দা দিয়ে তার মাথায় কুপ মারলে সেই কুপ লক্ষ্যভ্রষ্ট হয়ে আঃ হালিমের বাম চোখের উপরে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়। আলম শেখ তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বৃদ্ধা আঃ হালিমকে বারি মারিলে বৃদ্ধার ছেলে ছায়েদুল পিতাকে বাচানোর জন্য আগাইয়া আসিলে তাকেও এলোপাথারি ভাবে মারধর করে নীলাফুলা জখম করে। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন আগাইয়া আসিলে হামলা কারীরা পালিয়ে যায়। এ বিষয় আঃ হালিমের ছেলে ছায়েদুল শ্রীনগর থানা একটি মামলা দায়ে করেন। এ মামলায় পাঁচজন আসামীর মধ্যে ৪জন আসামী জামিনে এসে পূনরায় আঃ হালিমসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করছে বলে জানান মামলার বাদী ছায়েদুল।
Tags জামিনে এসে প্রাণ নাশের হুমকি শ্রীনগরে বৃদ্ধাকে রক্তাক্ত জখম
Check Also
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. …