আবদুল জলিল, কাজিপুর, সিরাজগঞ্জঃ ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন সোনামুখী সোস্যাল ইয়ুথ ক্লাবের সদস্যরা ঈদ সামগ্রী বিতরণ করেছে। সোমবার বিকেলে বৃষ্টিতে ভিজে এই সংগঠনের সদস্যগণ এলাকার সোনামুখী, পাঁচগাছি, গাছাবাড়ি, রৌহাবাড়ী গ্রামের প্রায় দুইশ দুঃস্থ মানুষের মাঝে চিনি, লাচ্চা-সেমাই, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। এই কার্যক্রমে অংশ নেন ইমরান, সাদমান সাকিব, শিশির, সুজয় প্রমূখ।
Tags সোনামুখী সোস্যাল ই্য়ুথ ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
Check Also
রামগড়ে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীরোত্তমের সমাধির উন্নয়ন করলেন পৌর কাউন্সিলর আহসান
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে কেন্দ্রিয় কবরস্থানে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর …