সজল অালী মানিকগন্জ জেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের বেউথা বাগানবাড়িতে জেলার বিভিন্ন শিক্ষক ও গুনী জনদের সাথে ইফতার করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান যুবায়ের। শনিবার ইফতারের আগে তিনি শিক্ষক ,মেধাবী ছাত্র ছাত্রী ও বিভিন্ন সংগঠনের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বেউথা বাগান বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন টিচার্স ড্রিম,ফেসবুক বেজড অনলাইন গ্রুপ ফর টিচার্স। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা টিচার্স ড্রিম জনাব জাহাঙ্গীর আলম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা রশিদুর রহমান পিয়ারা, শামীম মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি সাটুরিয়া উপজেলা হাবিবুর রহমান হাবিব , এডমিন টিচার্স ড্রিম রোজিনা মাহমুদ, এস এম রাব্বি প্রমুখ
Tags মানিকগঞ্জে শিক্ষক ও গুনী জন দের সাথে ইফতার করলেন লুৎফর রহমান যুবায়ের।
Check Also
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি হক
ইসলামিক রিপোর্টারঃ মোঃ ফায়সাল আহমেদ ঢালী: এক মুসলিম অন্য মুসলিমের প্রতি ৬টি হক রয়েছে। আর …