লৌহজং মুন্সীগঞ্জ,প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় মাদক সম্রাট বগাই নিজাম (৩২) কে ২০পিছ ইয়াবাসহ আটক করেছে লৌহজং থানা পুলিশ ৷ আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাওয়া চৌরাস্তায় এলাকা থেকে তাকে আটক করা হয়।বগাই নিজাম দীর্ঘদিন যাবত ধরে এলাকায় দাপটের সাথে সব ধরনের মাদক ব্যবসা করে আসছে ৷ নিজাম লৌহজং এর মেদিনী মন্ডল ইউনিয়নের মোঃ ( পিনাক)হালিম মেম্বারের ছেলে ৷ লৌহজং থানার উপ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া চৌরাস্তার উত্তর মেদিনীমন্ডল এলাকায় অভিযান চালিয়ে নিজাম উরফে বগাই নিজামকে আটক করা হয় ৷ এ সময় তার কাছ থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ৷ তিনি আরো বলেন, তার বিরুদ্ধে লৌহজং থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং নতুন মামলার প্রক্রিয়াধিন রয়েছে
Tags লৌহজংয়ে মাদক সম্রাট বগাই নিজাম ইয়াবাসহ গ্রেফ্তার
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …