সামসুদিন তুহিন, টংগীবাড়ী (মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ জাপানের রাজধানী টোকিওর মিসাতো মসজিদে দুই বছর যাবত তারাবি পড়াচ্ছেন বাংলাদেশেী হাফেজ আরাফাতুল্লাহ। তিনি মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের চাঁপ গ্রামের বাসিন্দা মরহুম কারী মোঃ বিল্লাল হোসেন পুত্র। বাংলাদেশ থেকে ১৯৯৪ সালে হিফজুল কোরআন ও জামিআতুস সাহাবা উত্তরা থেকে ২০০৮ সালে দাওরায়ে হাদিস সমাপন করেন। পাশাপাশি ইসলামিক ইউনিভারসিটি কুষ্টিয়ায় অধীন ফাজিল-অনার্সও করেন। তিনি বলেন, জাপান ব্যবসায়ী কমিটি অনলাইনে ইন্টারভিউতে আমার আরবী, ইংরেজী ও উর্দূভাষায় বক্তব্যের ভিডিও দেখে আমাকে জাপানে আমন্ত্রন জানান। এখানে আমার মুসিল্লদের মধ্যে বাংলাদেশী , পাকিস্তানী, ভারতীয়, মিসরীয়সহ বিভিন্ন দেশের মানুষ থাকেন। তাই জুম্মায় আমাকে ৪টি ভাষায় আলোচনা করতে হয়। বাংলাদেশী আলেমদের এখানে অমুসলিমরাও অনেক সম্মান করে।
Tags জাপানে তারাবি পড়ান টংগীবাড়ী যশলংয়ের হাফেজ আরাফাতুল্লাহ
Check Also
রামগড়ে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীরোত্তমের সমাধির উন্নয়ন করলেন পৌর কাউন্সিলর আহসান
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে কেন্দ্রিয় কবরস্থানে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর …