রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি ঃ রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ি পরিচালনা পর্ষদের নতুন কমিটি ১৬,মে বৃহস্পতিবার রাত ৮টায় শপদ নিয়েছেন। শপদ বাক্য পাঠ করান কালি মন্দিরের প্রধান পুরোহিত মৃদুল চক্রবর্তী সাধু। এ সময় মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলী, নতুন পর্ষদের সদস্যবৃন্দ ও সনাতন সম্প্রদায়ের সজ্জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্যামল রুদ্র সভাপতি, প্রমোদ বিহারী নাথ সাধারন সম্পাদক ও পলাশ দেব নাথকে কোষাধ্যক্ষ করে তিন বছর মেয়াদী একটি শক্তিশালী কমিটি করা হয়। রামগড় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী’র সার্বিক সহযোগিতায় কালি মন্দিরের এই কমিটিটি দীর্ঘদিন পর পূর্নাঙ্গ রুপ পেল।
মন্দির কমিটির নবনির্বাচিত সভাপতি শ্যামর রুদ্র আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতঞ্জতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি মন্দির পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়ে রাত ৯টায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সুনিল দেবনাথ ও আনন্দ মোহন ত্রিপুরা খোকন।
Tags রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালি বাড়ির নতুন কমিটি
Check Also
করোনার টিকা নিলেন সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম স্বপন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শ্রীনগরবাসী …