জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলার দূর্গানারায়ণপুর গ্রামের মিম খাতুন (৪) ও ফাতেমা খাতুন (৫) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ওই গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন। শিশুর চাচা ওলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের্^ খেলাধুলা করছিল মিম ও ফাতেমা। সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশের্^ পুকুরের ভিতর পানিতে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বার্তা বাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tags ঝিনাইদহে শোকের মাতম চলছে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যুতে
Check Also
“ডায়াবেটিসে সুস্থ থাকতে চাই সচেতনতা”
বাংলাদেশে ২৮ শে ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে।ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মাঝে …