কাজিপুর, (সিরাজগঞ্জ).জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৮ এর বৃত্তির ফলাফল বৃহস্পতিবার ঘোষিত হয়েছে। কাজিপুরের মধ্যে এবারে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের নাম শিমুলদাইড় বহুমুখি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে মোট ২৫ জন জিপিএ ৫ পেয়েছিল। তারমধ্যে ২০ জন বৃত্তিলাভ করেছে। ১১ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনরূপ প্রাইভেট না পড়ে শুধু স্কুলে পড়েই এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। আগামীতে আরও ভালো করতে আমরা কাজ করে যাচ্ছি। এই ফলাফলের জন্যে তিনি বিদ্যালয়ের সভাপতি, পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলি, উপদেষ্টা কমিটির সদস্যগণ এবং অভিভাবকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
Tags জেএসসির বৃত্তির ফলাফলে কাজিপুরে প্রথম শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …