গাজী মাহমুদ পারভেজঃ- গজারিয়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিপ ইয়ার্ড শ্রমিকের মৃত্যু ।
আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে সাতটায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের একটি শিপ ইয়ার্ডে কর্মরত অবস্থায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে শ্রমিক স্বপন মিয়ার(৩০) মৃত্যুর খবর জানা গেছে।গজারিয়া থানার এস আই মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার লস্করদী গ্রামের হযরত আলী মিয়ার ছেলে স্বপন মিয়া ওই প্রতিষ্ঠানে কাজ করার সময় তরিতাহত হলে স্থানীয়রা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো: লিয়াকত আলী জানান, হাসপাতালে পৌঁছার আগেই স্বপন মিয়ার মৃত্যু হয়েছে।
Tags গজারিয়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিপ ইয়ার্ড শ্রমিকের মৃত্যু
Check Also
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে …