কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরের মাদক স¤্রাট নামে পরিচিত রফিকুল ইসলাম অপুকে আটক করেছে থানা পুলিশ। তার নামে কাজিপুর থানায় নয়টি মামলা রয়েছে। কাজিপুর থানা সূত্রে জানা গেছে , মাদক ব্যবসায়ী শাহিনকে গতমাসে একশ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অপুর নাম বেরিয়ে আসে। কাজিপুর থানার এসআই রফিকুল ইসলাম শনিবার ভোরে শাহিনের দেয়া তথ্যমতে অপুকে তার গ্রামের বাড়ি ঢেকুরিয়া থেকে আটক করে। কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান জানান, একশত পিস ইয়াবাসহ গত মাসে শাহিন ও স্ত্রী এবং ভাবীকে বর্শিভাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়।
Tags কাজিপুরে একাধিক মামলার আসামী মাদক স¤্রাট অপু আটক
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …