টাঙ্গাইল প্রতিনিধি: অবশেষে টাঙ্গাইল কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের আব্দুল মালেকের কেটে দিলো বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শ্রমিকের মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকি প্রতিবাদহিসেবে তার ধান ক্ষেতে আগুন দেয়। এ ঘটনাটি দেশব্যপি চাঞ্চল্যতার সৃষ্টি হয়।
আজ দুপুরে জেলার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আব্দুল মালেকের ক্ষেতে ধান কেটে দেন। শিক্ষার্থীরা বলেন কৃষক আব্দুল মালেককে সহযোগীতা করার জন্য ধান কেটে সহযোগীতা করার জন্য এসেছিলেন।
আর আব্দুল মালেক বলেন শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ স্বরুপ তিনি ক্ষেতে আগুন দেন। তবে শিক্ষার্থীরা তার ধান কেটে দেয়ায় তিনি অনেক খুশি।
উল্লেখ্য রোববার দুপুরে জেলার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের আবদুল মালেক তার পাকা ধান ক্ষেতে আগুন ধরিয়ে প্রতিবাদ করেন।
কৃষক আবদুল মালেক বলেন, ধান কাটতে শ্রমিককে দিতে হচ্ছে প্রায় এক হাজার টাকা। তারপরও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান কেটে বাড়িতে আনতে এক মণের মূল্য প্রায় এক হাজার টাকা করে পড়ছে। ধান বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে ৫শ’ টাকা করে। প্রতিমণে আমাদের ঘাটতি পড়ছে ৫শ’ টাকা করে।
ওই কৃষক আরও বলেন, ‘শ্রমিকের জন্য বাজারে গিয়ে কয়েকবার ফেরত এসেছি। ক্ষেতে ধান পাকলেও তা ঘরে তুলতে পারছি না। তাই দিশেহারা হয়ে এই কাজ করেছি।’ তবে তার লাগানো আগুন অন্য কৃষকরা নিভিয়ে ফেলেন।