শ্রীনগর(মুন্সিগঞ্জ)সংবাদদাতাঃ উন্নয়নের সিঁড়ি হিসেবে এগিয়ে চলছে মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী থেকে নন্দনকোন পর্যন্ত নিমতলী গ্রামের রাস্তার কাজ। জানা যায়, স্বাধীনতার ৪০ বছর গড়িয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নিমতলী গ্রামের এই রাস্তায়। এই রাস্তা দিয়ে নিমতলী, নন্দনকোন, গ্রামের মানুষ চলাচল করে থাকেন। অথচ তাদের উন্নয়নে হয়নি ভাঙ্গা রাস্তা মেরামতের কাজ। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এলাকাবাসীর দাবী ছিলো রাস্তাটি সংস্কার করে দেওয়ার। দীর্ঘ বছর পর বীরতারা চেয়ারম্যান আজিম হোসেন খান সাহেব এর প্রচেষ্টায় এলাকার উন্নয়নের জন্য নিমতলী রাস্তটি সংস্কার কাজ শুরু করেন। ১৪ মে সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেছে। এলাকাবাসি এতে দারুণ খুশি ও আনন্দে উল্লসিত। নিমতলী গ্রামের সাংবাদিক জাকির লস্কর বলেন, দীর্ঘদিন পরে হলেও বীরতারা চেয়ারম্যান আজিম হোসেন খান ভাইয়ের উছীলায় উন্নয়নের সিঁড়ি হিসেবে রাস্তা পেতে যাচ্ছি।
Tags বীরতারা ইউনিয়নের উন্নয়নের সিঁড়ি হিসেবে এগিয়ে চলছে নিমতলী গ্রামের রাস্তার কাজ
Check Also
শ্রীনগরে করোনা মোকাবেলায় থানা পুলিশের মাস্ক বিতরণ
শ্রীনগরে করোনা মোকাবেলায় থানা পুলিশের মাস্ক বিতরণ মোহাম্মদ জাকির লস্কর: “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” …