ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান ৯৬ বছর বয়সী লেখক ও কবি মোঃ হুমায়ূন রেজা। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের একজন স্বনামধন্য লেখক ও কবি। তিনি ছাত্র জীবনে কবি গানের গায়ক ছিলেন। এর পর দীর্ঘ ৫০ বছর ধরে নিরলসভাবে সাহিত্য চর্চা করে আসছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি লিখেছেন বেশ কয়েটি কাব্যগ্রন্থ। কিন্তু অর্থাভাবে সেগুলো আজও প্রকাশ করতে সক্ষম হননি। যার কারণে যুগ যুগ ধরে লিখে আসা পান্ডুলিপি গুলোতে উঁইপোকা বাসা বেঁধেছে। পোকা মাকড়ে নষ্ট করে ফেলেছে সাধনার ফসল পান্ডুলিপি গুলো। এযাবৎ মাত্র ৬টি বই প্রকাশ হয়েছে তার এবং প্রকাশের অভাবে অযতেœ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অন্যান্য পান্ডুলিপি গুলো। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাত চান তিনি। বঙ্গবন্ধুকে নিয়ে লিখা ঐতিহাসিক মহাকাব্য ‘মুজিব নিধন’, রাজনীতি সার ‘দর্শন-মুজিব’বাদ শতাব্দীর শ্রেষ্ঠ নেত্রী শেখ হাসিনা, স্থীতি প্রজ্ঞ রাজনীতিবিদ এবং ডিজিটাল অনন্তকাল সহ সকল বই এর পা-ুলিপি গুলো দেখাতে চান প্রধানমন্ত্রীকে। তিনি বয়সের ভারে নুয়ে পড়লেও আজও লিখে যাচ্ছেন অবিরাম। কবি মোঃ হুমায়ূন রেজা বলেন, আমার জীবন সায়াহ্নে এসে একটাই আশা আকাঙ্খা মৃত্যুর আগে একটি বারের জন্য বঙ্গজননী দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রীর সাক্ষাত লাভ করা।
Tags প্রধানমন্ত্রীকে লেখা বই নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাত চান নওগাঁর কবি হুমায়ূন
Check Also
ঝিনাইদহে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের কলুপাড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল …