পাবনা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মানিক হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতারের দাবি করা হয়েছে। সাংবাদিক মানিক হোসেন জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহ-নগর এলাকা দিয়ে প্রবাহিত বড়াল নদী থেকে অবৈধভাবে প্রকাশ্যে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করছে একটি চক্র। রোববার দুপুরে তিনি ও তার এক সহকর্মী সাংবাদিককে সঙ্গে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এসময় ছবি তুলতে গেলে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সেনগ্রাম এলাকার মোঃ আছাদ প্রামানিকের ছেলে মাটি উত্তোলনকারী আক্কাজ আলী বাঁধা দেয়। এসময় তাকে মাটি কাটার অনুমোদন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করতে বলে। ত্যাগ না করিলে আমাদের জীবন শেষ করে ফেলবে বলে হুমকি প্রদান করে।