সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে চর পানিয়া পশ্চিম পাড়া গ্রামের মোঃ কদু মুন্সীর একটি চৌচালা বসত ঘর পুড়ে ছাই হয়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। গত শনিবার দিবাগত রাত ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছলেও তারা সবাই স্থানীরা দেশীয় পদ্ধতিতে আগুন নিভাতে সক্ষম হয়। ভুক্তভোগী মোঃ কদু মুন্সী জানান, ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা,২০ ভরি স্বর্ণালংকার এবং আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার পরিমাণ ক্ষতি হয়েছে আমার। বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব মাতবর বলেন, খবর পেয়ে কেরানীগঞ্জ থানার ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে । তবে আমরা ধারনা করছি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
Tags সিরাজদিখানে বসত ঘর পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
Check Also
পাটুরিয়ায় ট্রাক নদীতে, চালক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পাটুরিয়ায় পন্যবাহী ট্রাক ফেরিতে প উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক …