রিয়াজ উদ্দিন, ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের ধলীগৌরনগর কলেজে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যায়লের অধিনে এইচ এস সি পরীক্ষা ২৬ শে এপ্রিল সকাল ৯ টায় শুরু হয় ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন পরীক্ষায় অংশ গ্রহন করে বিভিন্ন সেসনের ৩০ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরু থেকে শিক্ষকদের সামনে পরীক্ষার্থীরা টেবিলের উপর বই উঠিয়ে প্রকাশ্য দেখে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। নকলের সহযোগিতা করছেন উক্ত কলেজের কয়েকজন শিক্ষকসহ ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন। পরীক্ষার কেন্দ্রে দয়িত্বে থাকা কর্মকর্তা লালমোহন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ছিলেন। তিনি তার বিশেষ কাজে কেন্দ্রের বাহিরে ছিলেন। এ সময় ধলীগৌরনগন কলেজের পরীক্ষার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিক স্যার কে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করলে সে জানায় ছাত্র ছাত্রীর নকল করতে পারেই। আপনারা যদি নিউজ করেন তাতে আমার কিছু যায় আসেনা। লালমোহনের বদনাম হবে। সভাপতির বদনাম হবে। আমি বর্তমানে সরকারি পার্টি করি। সকাল ১১টার পর শিক্ষা অফিসার রফিকুল ইসলামকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বার্হী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি স্যারকে নকলের বিষয়টি মোবাইল ফোনে জানালে তিনি বলেন উম্মুক্ত এইচ এস সি পরীক্ষায় কোন নকল চলবে না। কেউ যদি নকল করে কোন কর্মকর্তাও যদি এর সাথে জড়িত থাকে কাউকে ছাড় দেওয়া হবে না।
Home / উপ-সম্পাদকীয় / লালমোহনে ধলীগৌরনগর কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এইচ এস সি পরীক্ষায় নকলের মহা উৎসব
Tags লালমোহনে ধলীগৌরনগর কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এইচ এস সি পরীক্ষায় নকলের মহা উৎসব