মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল আলম, গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুতালেব ভূইয়া, বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিরু ইসলাম প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন- শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যনিয়ন্ত্রণ, নৌ পথে চাঁদাবাজি, ইভটিজিংসহ, নানাবিধ অপরাধ বিষয়ের উপরে গুরুপ্তপূর্ণ আলোচনা হয়।