ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “নারীদের প্রতি সহিংসতা বন্ধ করুণ” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে- জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘এগারজন’ এর উপজেলা কমিটির আয়োজনে ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নূসরাত জাহান রাফিকে অধ্যক্ষ কর্তৃক শ্লীলতাহানী পর পরিকল্পতি ভাবে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা, টাঙ্গাইলের সখিপুরে নাজমাকে ধর্ষণের পর হত্যা, পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি ইসাহাক হোসেন হত্যার আসামীদের ফাঁসি এবং সারাদেশের চলমান সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে দৈনিক খোলা কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘এগারজন’ এর সমন্বয়ক ও খোলা কাগজ পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি এবং পত্নীতলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ এর সঞ্চলনায় এবং এগারজন কমিটির উপজেলা সভাপতি ও বাংলাদেশ মানবধিকার কমিশনের আজীবন সদস্য ইউনুছার রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এগারজন কমিটির উপজেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবধিকার কমিশনের আজীবন সদস্য ডা: আব্দুল গফুর, এগারজন কমিটির উপজেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ.জেড মিজান, এগারজন কমিটির উপজেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলজার রহমান, অর্থ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সাদেক আলী, নজিপুর বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী মেজবাউল আলম কাজল, দেওয়ান মুশফিক প্রমুখ। এসময় বক্তারা সারাদেশের চলমান যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার দাবি জানিয়েছেন। উক্ত মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণি পেশার মানুষ সেচ্ছায় অংশগ্রহণ করেন।