সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে নাজমা আক্তার দোলা (৪০) হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডের প্রায় ৭ মাস পর রোববার আলমগির হোসেন(২২) ও হাবিবুর রহমানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলমগির হোসেন টাঙ্গাইলের সিনিয়িার জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট সুমন কুমার কর্মকারের আদালতে ১৬৪ ধারায় নাজমা হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানা যায়, গত ( ৫ অক্টোবর ১৮) নাজমাকে হত্যার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি
হত্যাকারিরা নিয়ে যায়। দীর্ঘদিন মোবাইল ফোনটি বন্ধ থাকার পর ফোনটি চালু করা
হলে ট্যাকিংয়ের মাধ্যমে হাবিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের
ভিত্তিতে রোববার আলমগির হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগির
পুলিশকে জানায়, ঘটনার রাতে সাত বন্ধু মিলে সেক্সের ওষুধ সেবন করে নাজমার হাত-পা ও মুখ বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের এক পর্যায়ে নাজমা মারা গেলে তারা লাশটিকে বাথরুমে রেখে চলে যায়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো.শামছুল হক বলেন,গ্রেফতারকৃত আলমগির হোসেনকে টাঙ্গাইলের সিনিয়িার জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট সুমন কুমার কর্মকারের বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় নাজমা হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামি হাবিবুর রমানের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।প্রসঙ্গত: প্রায় ৭ মাস আগে (৫ অক্টোবর ১৮) সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী বেতুয়া পাড়া নামক এলাকা থেকে নাজমা আক্তার দোলা নামের এক বিধবার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
