ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় জানান্নাতুল খাতুন (৬) নামে এক শিশু কন্যাকে এক থাপ্পড়ে হত্যা করেছে পাশুন্ড মা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার পৌর এলাকার হাজাম পাড়া গ্রামে। জান্নাতুল ওই গ্রামের বকুল হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক মা আলেয়া খাতুনকে আটক করেছে পুলিশ। প্রতক্ষ্যদশী ও স্থানীয়রা জানায়, প্রতিদিন বেশি করে ভাত খেতে দিত মা আলেয়া। শিশুটি খেতে না চাইলে মা প্রায়শই ভাত খাওয়ানোর সময় শিশুটিকে মার ধর করতো। প্রতিদিনের ন্যায় রবিবার সকালে অনেক ভাত মাখিয়ে খেতে দেয় বাচ্চাকে। খেতে না চাইলে পাশুন্ড মা তাকে চরথাপ্পর ও লাথি দিয়ে বারান্দা থেকে নিচে ফেলে দেয়। এ সময় প্রতিবেশিরা বাচ্চাটিকে উদ্ধার করতে আসলে তাদের সাথে খারাপ আচরন করে বাড়ির গেট লাগিয়ে দেয়। এক পর্যায়ে শিশুটির মুখে উপুর্যপরি ভাত ঠেলে দেয় ও কাঠের পিড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই জান্নাত মারা যায়। এ ব্যাপারে শৈলকুপার থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, হাজামপাড়া গ্রামে শিশু হত্যার অভিযোগে তার মা আলেয়া খাতুনকে আটক করা হয়েছে। শিশুটির ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Tags শৈলকুপায় ভাত না খাওয়ায় মায়ের এক থাপ্পড়ে ৫ বছরের মেয়ের মৃত্যু !
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …