গাজী মাহমুদ পারভেজঃ- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নির্মিত সেতুর পিলার ভেঙ্গে পরেছে। ঝুকিপুর্ণ সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারন মানুষ। বিপদজনক সেতুটি যে কোন মুহুর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনার আশক্ষা রয়েছে। আড়ালিয়া খালে উপর নির্মিত সেতুটির পিলার এবং বিভিন্ন জায়গায় সিমেন্ট ও কংক্রিট নেই। এমনকি লোহাগুলো মরিচা ধরে নড়বড়ে হয়ে পড়েছে। সেতুটির রেলিং নাই সাবেক জামাল মেম্বার ও এলাকার লোকদের নিয়ে কয়েকভার রেলিং করে ও লাভ হয়নি কিছুদিন পরেই তা আবার ভেঙ্গে যায়। যা এখন মরন ফাঁদে পরিনত হয়ে দাঁড়িয়েছে আড়ালিয়া গ্রাম বাসী এ অবস্থার মাধ্যে সেতু পারাপার হচ্ছে। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছে প্রায় আড়াই হাজার জনগোষ্ঠীর আধুনিক আড়ালিয়া গ্রাম। এ গ্রামের সাধারন মানুষ ঝুঁকি পুনর্ সেতুটি দিয়ে যাতায়ত কওে থাকে। স্কুল কলেজ ও মাদ্রাসার কোমল মতি ছাএ ছাএীরা প্রতিনিয়তই এই সেতুটি দিয়ে যাতায়ত কওে থাকে।
সেতুটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।
Tags গজারিয়ায় ঝুঁকি পুর্ণ সেতু দিয়ে জন চলাচল
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …