ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা- ২০১৯ এর পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় কলেজ প্রাঙ্গণে নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ময়েজ উদ্দীন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা, পত্নীতলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
