মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মহান ২৬ শে মার্চ উদযাপন করার উপলক্ষ্যে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে রাজধানীর স্টামফোর্ড স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার। উক্ত আয়োজনে প্রধান অতিথির ভূমিকায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রেজাউল করীম এবং উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম হোসেন (অধ্যক্ষ, স্টামফোর্ড কলেজ), জনাবা সালমা বেগম (সহকারী প্রধান শিক্ষক, স্টামফোর্ড স্কুল), জনাব মোঃ গোলাম মাওলা (সহকারী অধ্যাপক, ইংরেজী স্টামফোর্ড কলেজ), শামসুল হুদা (সভাপতি, বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন), কেফায়েতুল্লাহ্ প্রিয় (সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন) এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ । বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রেজাউল করীম বলেন “আমরা স্বাধীনতা এনেছি তোমাদের জন্য তোমাদের মাঝেই লুকিয়ে আছে নতুন এক বাংলাদেশ যা শুধু বিকাশের অপেক্ষায়। তোমাদের হাতেই আমাদের এই স্বাধীন বাংলা, সুতরাং কোন শত্রু যেন স্বাধীনতা ছিনিয়ে নিতে না পারে তা রক্ষার্থে কাজ করো তাহলেই আমরা পাবো সোনার বাংলাদেশ “স্টামফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ইব্রাহিম হোসেন বলেন “এমন আয়োজন প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাধীনতার আসল রূপরেখার সাথে পরিচয় করিয়ে দেয়। তাই, এমন আয়োজন বার বার করার জন্য মতবাদ ব্যক্ত করছি”। সহকারী প্রধান শিক্ষিকা (স্টামফোর্ড স্কুল ), জনাবা সালমা বেগম বলেন “প্রতিটি মানুষের উচিত আমাদের স্বাধীনতা কে জানা এবং বিশ্লেষণ করা। যে স্বাধীনতাকে যতো বেশি জানবে সে ততোবেশি দেশকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করতে পারবে”। বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন এর সভাপতি শামসুল হুদা বলেন “আমরা আজ পথ চলতে শুরু করেছি আগামীতে আমাদের পথ চলা যেন আরো সুন্দর এবং উজ্জ্বল হয় সেই দোয়াই কামনা সকলের কাছে। (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন) কেফায়তুল্লাহ্ প্রিয় বলেন “আমরা ছাত্রছাত্রীদের কল্যাণ করার উদ্দেশ্য নিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করি, আশাকরি আপনারা আমাদের পাশে থাকলে অনেক দূর এগিয়ে যাবো” প্রতিযোগিতা এবং বক্তব্য শেষে গার্গী চ্যাটার্জীর উপস্থাপনায় প্রায় ৭০জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা সহ সকল প্রতিযোগিতার প্রথম তিনজনের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা, স্কুলের প্রধান শিক্ষিকা এবং কলেজের অধ্যক্ষ এবং উপদেষ্টা মো: মাহমুদুর রহমান জাবেদ এছাড়াও তিনজন সেরা সংগঠকে সম্মাননা প্রদান করা হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি শাখার সাধারণ সম্পাদক সামিহা মাহমুদ মৃদু এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সিয়াম মোহাম্মদ জিহাদুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সকল আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tags “রং তুলিতে স্বাধীনতা-২০১৯” শীর্ষক চিত্রাঙ্কন কুইজ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা
Check Also
“ডায়াবেটিসে সুস্থ থাকতে চাই সচেতনতা”
বাংলাদেশে ২৮ শে ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে।ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মাঝে …